নিখোঁজ সংবাদ; সন্ধান দিন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন উনাইসার এলাকা থেকে লাভণ্য আক্তার নামে একটি মেয়ে হারিয়ে গেছে। তার বয়স ৮ বছর। পিতার নাম মোঃ রনি।

সে গত সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর অনুমান ১ টা ৩০ মিনিট হতে বিকেল অনুমান ৫ টার দিকে সদর দক্ষিণ উপজেলাধীন উনাইসার নজরুল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে হারিয়ে যায়। পরবর্তীতে সে বাসায় ফিরে না আসায় তার প্রতিবেশী ও আত্মীয় স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তাকে খুঁজে না পাওয়ায় তার মা ইউসা বিনতে সাইফুল সদর দক্ষিণ মডেল থানায় এ বিষয়ে ডায়েরীভুক্ত করার আবেদন করেছেন।

হারানোর সময় মেয়েটির পরনে ছিল কমলা রংয়ের গেঞ্জি, কালো সেলোয়ার, মাথায় কালো রংয়ের প্রিন্টের হিজাব। উচ্চতা- ৩ ফুট ৫ ইঞ্চি, স্বাস্থ্য- মিডিয়াম, মুখমণ্ডল- গোলাকার, গায়ের রং ফর্সা।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইলো ইউসা বিনতে সাইফুল (মা) ০১৭৩৯০৯৫৯১৮

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১