উত্তর ছিলোনিয়ায় বেড়েছে চুরি,ছিনতাই,মাদকাসক্তি !

 

– পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তর ছিলোনিয়া গ্রামে বেড়েছে মাদকসেবি! মাদকের টাকার জন্য করছে চুরি,ছিনতাই।
স্থানীয় এক কয়েকজন ভুক্তভোগী জানান, উত্তর ছিলোনিয়া গ্রামেরই কিছু শিক্ষিত ফ্যামিলির ছেলেরা আশক্ত হয়ে পড়েছে মাদকে,মাদকসেবনের পর তারা সারা রাত মাদকের টাকার জন্য ওই গ্রামেই চুরি ছিনতাই করে বেড়ায়।
ওই ভুক্তভোগী আরো জানান,সম্প্রতি রাতের আঁধারে রাস্তা দিয়ে চলাফেরা করা লোকজন থেকে মোবাইল ছিনতাই টাকা ছিনতাই করে এবং ওই গ্রামেরই একেক দিন একেক ঘরে চুরি করে কখনো মোবাইল কখন কবুতর ও হাঁস ছাগল চুরি করে বিক্রি করে মাদক সেবন করে।

স্থানীয় এক প্রবাসী নাম প্রকাশ না করে জানান,তাদের অত্যাচারে গ্রামের সবাই অতিষ্ঠ, প্রভাবশালী পরিবারের ছেলে হওয়ার কারনে কেউ কিছু বলতে পারছে না। তাই আমি এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি রাতে পুলিশি অভিযান পরিচালনা দাবী জানাচ্ছি।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১