উন্নয়ন বিড়ম্বনা! লালমাইয়ে ধূলায় অতিষ্ঠ জনজীবন!

 

-রুহুল আমিন (লালমাই সদর)
কুমিল্লা টু নোয়াখালী মহাসড়ক চারলেনের কাজ চলছে গত কয়েক মাস যাবত এতে ধুলাবালি অতিষ্ঠ হয়ে ওঠেছে এলাকার সাধারণ জনগন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে আসা যাওয়া পথে যাত্রীরা প্রতিদিন ধুলাবালির উপর পানি চিটানোর জন্য বলেও ঠিকমত পানি চিটাছে না ঠিকাদার প্রতিষ্ঠান এতে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে।

মহাসড়ক কাজ আস্তে করেছে ঠিকাদার কোম্পানি পুরো সড়কে সমান ভাবে কাজ করছে না এত যে কোন সময় দূর্ঘঠনা ঘটতে পারে মহাসড়কে ফতেপুরের মসজিদ ব্রিজের সামনের জায়গায় ঝুঁকিপূন যে কোন সময় দূর্ঘটনা ঘতে পারে বলে আশংকা রয়েছে। এই সমস্যা সমাধান জন্য ঠিকাদার কোম্পানি লোকজনকে বলা হলেও তোয়াক্কা করছে না ঠিকাদার কোম্পানি।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১