আলীশ্বর তরুণ আলোড়ন সংঘের ঈদ আনন্দ অনুষ্ঠান !

-প্রদীপ মজুমদার :

কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর তরুণ আলোড়ন সংঘ কতৃক মনোজ্ঞ ক্রীড়া সাংস্কৃতিক ঈদ আনন্দ অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার ১২ এপ্রিল দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ১০ টি খেলা আলীশ্বর রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. ফরহাদ হোসেনের সার্বিক সহযোগিতায় ও সংগঠনের সভাপতি ডা: শামীম চৌধুরী সোহাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, মো. আবদুল খালেক মজুমদার, লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, স্থানীয় ইউপি সদস্য দীলিপ সিংহ, ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হোসন। মো.শামীম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সেলিম মিয়া, সুজিত সিংহ প্রমুখ।

তরুণ আলোড়ন সংঘ প্রতি বছর ঈদ আনন্দ উপভোগ করার জন্য গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলার আয়োজন করে থাকে। এবারও ১০টি ইভেন্টে খেলার আয়োজন করে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১