বিশেষ প্রতিনিধি : লালমাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকার নিয়ে কুমিল্লার সময় অনলাইন নিউজ পোর্টাল এর শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ) সন্ধ্যা ৭ টার সময় আলীশ্বর মুক্তিযুদ্ধা কার্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার সময় অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক রেদওয়ানুর রহমান সুমন। উক্ত পত্রিকার নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার ও বার্তা সম্পাদক রিয়াজ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন। উদ্বোধক ছিলেন লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার ও সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ ও আবদুল মালেক, যুবনেতা কামরুল হাসান ভুট্রো, সাবেক চেয়ারম্যান আবুল হাসেম মজুুমদার, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের লালমাই শাখার সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সাংগঠনিক মোঃ আনোয়ার হোসেন, দৈনিক ডাক প্রতিদিন লালমাই প্রতিনিধি আলমগীর হোসেন অপু, সংবাদ টুডের সম্পাদক আব্দুর রহিম সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রযুক্তিগত সহায়তায় ছিলেন পত্রিকাটির সহ-সম্পাদক জি.এম.এস রুবেল। উদ্বোধনের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর সংপ্তি আলোচনা সভা শেষে ফিতা কাটা এবং দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।