শুক্রবার(৭ জুন) সকালে কুমিল্লা মর্ডান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে লালমাই উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক পঙ্কজ কান্তি ভৌমিক ও সদস্য সচিব রিপন দাসের নেতৃত্বে লালমাই উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
লালমাই উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রিপন দাস বলেন, ” কুমিল্লা জেলা ও মহানগর যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে লালমাই উপজেলা থেকে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেছে।
লালমাই উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক পঙ্কজ কান্তি ভৌমিক বলেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নবনির্বাচিত কমিটিকে লালমাই উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের নেতৃত্বে আমরা সকল সময়ে ঐক্যবদ্ধ হয়ে সকল কর্মসূচী বাস্তবায়ন করব।
আরো পড়ুনঃ