লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিধুচী মৌজায় অবস্থিত চেঙ্গাহাটা মাতৃছায়া মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বিদ্যালয়ের আরবি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক মোঃ জাহাঙ্গীর, বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক কাউছার আহমেদ, পরিচালক বাচ্চু মিয়া, পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরাইয়া নুসরাত, সহকারী শিক্ষক আব্দুর রব, মোঃ ইমরান, ফাহমিদা আক্তার, মহিন উদ্দিন, বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাঈনুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিভাবক সমাবেশে অভিভাবকরা কিছু সমস্যার কথা তুলে ধরলে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথির ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, পরে আমন্ত্রিত অতিথির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় চেঙ্গাহাটা মাতৃছায়া মডেল একাডেমির উদ্যােগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে ১ম,২য়,৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর বলেন, “আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহীন অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেন নি, তবে উনি আমাকে বলেছেন উনার পক্ষ থেকে বলার জন্য যে, এই বিদ্যালয়ের অবকাঠামো সহ অন্যান্য বিষয়েও লালমাই উপজেলা পরিষদ আপনাদের পাশে থাকবেন এবং ব্যাক্তিগতভাবে আমিও আপনাদের সকল কর্মকান্ডে পাশে থাকব, পরামর্শ দিয়ে সহযোগিতা করব”।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মোতালেব বলেন, ” আপনারা যে সকল সমস্যার কথা বলেছেন আমরা শীগ্রই তা সমাধান করার উদ্যোগ নিব। আমরা বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট তৈরি করেছি, সেখানে আপনারা প্রতিদিনের পাঠদান, হোম-ওয়ার্ক, ক্লাস-ওয়ার্ক, পরীক্ষার ফলাফল, বন্ধের তালিকা, বিদ্যালয়ের সকল প্রকার নোটিশ সহজেই দেখতে পাবেন। এমনকি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিদ্যালয়ের যাবতীয় তথ্যের পাশাপাশি বিদ্যালয়ের বেতন, পরীক্ষার ফী ইত্যাদী জমা দিতে পারবেন। বিদ্যালয়কে আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি, যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন, কোনো প্রকার অভিযোগ থাকলে সরাসরি আমাকে বলবেন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব”।
আরো পড়ুনঃ