-বাগমারা সদর প্রতিনিধি: লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বাগমারা বাজারের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারের কার্যক্রম আজ বুধবার (১০ জুলাই ২০২৫) থেকে শুরু হয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সমস্যা সমাধানে এই কর্মসূচি পর্যায়ক্রমে সকল ইউনিয়নের খাল ও ড্রেনসহ ডাকাতিয়া নদী ও গুংগাইজুরি খালের পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে সম্প্রসারিত হবে। এ কার্যক্রমের মাধ্যমে বর্ষা মৌসুমে পানিবদ্ধতা এবং জনদুর্ভোগ হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানায়, জলাবদ্ধতা নিরসনে চলমান এই উদ্যোগে স্থানীয় জনগণ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সকল শ্রেণির জনগণের আন্তরিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্ষাকালে জলাবদ্ধতার কারণে জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে আসে। তাই এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
আরো পড়ুনঃ