লালমাই (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লালমাই উপজেলায় এলজিইডির রাস্তার উন্নয়নে বাঁধার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব আশকামতা (নোয়াপাড়া) গ্রামের ৩০টি পরিবারের চলাচলকৃত রাস্তার উন্নয়ন প্রকল্প এলজিইডি ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু করে। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করলে স্থানীয় প্রভাবশালী মহলের সহযোগিতায় গ্রামের মৃত গোলাফ হোসেন চৌধুরীর ছেলে আমিন খোকন চৌধুরী রাস্তার উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করে। রাস্তায় তার কোন ব্যক্তিগত ভূমি না থাকলেও অবৈধভাবে রাস্তা নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাস্তার কাজ বন্ধে আমিন খোকন চৌধুরী লালমাই থানায় জিডি ও আদালতে মামলা করে ঠিকাদার ও স্থানীয় জনগণকে হয়রানি করছে। উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন রাস্তা সংক্রান্ত অভিযোগের বিষয়ে জেনেছি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন রাস্তার উন্নয়ন কাজে বাঁধার বিষয়টি আমি খতিয়ে দেখছি।
আরো পড়ুনঃ