বাগমারা বাজারের ব্যবসায়ীদের নিয়ে IBWF এর ব্যাবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্লোবাল টাওয়ারস্থ বারফি রেস্টুরেন্টে ইন্ডাষ্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর বাগমারা বাজার শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা বাজারের ব্যবসায়ী আবদুল ওয়াদুধ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন লালমাই উপজেলা জামায়াতের আমির গোলাম সরওয়ার মজুমদার কামাল।
বাগমারা ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন IBWF এর লালমাই উপজেলা সভাপতি কামাল হোসেন ও লালমাই উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ইমাম হোসাইন।
সমাবেশে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নজরুল ইসলাম খোকন, ডেন্টিস্ট মফিজুল ইসলাম, ডা: কাউছার আহমেদ জুয়েল,রবিউল আলম প্রমুখ।