মনোহরপুরে আলী আক্কাস স্যার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

-নাফিউ জামান (ডেস্ক)

বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামে আলী আক্কাস স্যার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী (শনিবার) বিকেলে মনোহরপুর মাধ্যমপাড়া মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

 

উক্ত খেলায় মুখোমুখি হয় কেশনপাড় একাদশ বনাম কৃষক বন্ধু একাদশ। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই খেলায় কেশনপাড় একাদশকে ০১-০২ গোলে পরাজিত করে জয় লাভ করে কৃষক বন্ধু একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, বিশিষ্ট সমাজ সেবক সোলাইমান মেহেদী, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাসির মির্জা, ইউপি সদস্য বজলুর রহমান সহ প্রমুখ।

উল্লেখ্য, প্রয়াত আলী আক্কাস স্যার স্মৃতি স্মরণে মনোহরপুর ইয়ং ব্রাদার্স ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট মোট আটটি দল অংশ গ্রহণ করে। ১৫ দিন ব্যাপি আয়োজিত এই টুর্নামেন্টটি আজ ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১