লালমাইয়ে উপকূল বাস চাপায় অজ্ঞাত মোটর সাইকেল আরোহী নিহত

মাসুদ রানাঃ

আজ ৪ঠা আগষ্ট মঙ্গলবার কুমিল্লার লালমাই উপজেলায় কুমিল্লা- নোয়াখালী সড়কের আলীশ্বরে  ৬ঃ৩০ মিনিটের দিকে একজন মোটর সাইকেল চালক লাকসাম দিকের থেকে আসার সময় কুমিল্লাগামী উপকূল ঢাকা মেট্রো ব – (১৫-৪২৯১) বাস চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়।

তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে লালমাই থানা পুলিশ ও লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত নিহত মোটরসাইকেল চালককে উদ্ধার করেন এবং দূর্ঘটনা কারী উপকূল বাসটি আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয় বাস চালক পালিয়ে গেছে বলে জানান, স্থানীয় লোকজন।

লালমাই হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তির পোস্টমর্টেম রিপোর্টের জন্য নিয়ে যান।

এসময় দীর্ঘ যানজোট সৃষ্টি হয় কুমিল্লা – নোয়াখালী সড়কে এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যেক্ষ তত্ত্বাবধায়নে লালমাই থানা পুলিশ সহায়তা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১