-রিয়াজ মোরশেদ মাসুদ (লালমাই) গতকাল ২৫ ডিসেম্বর কুমিল্লার লালমাই উপজেলার আলিশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলার ১১৪ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মাদ এর সভাপতিত্বে ও প্রদীপ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, ইউএনও মোঃ নজরুল ইসলাম, বৃহত্তর লাকসামের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কেএম সিংহ রতন, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, কুমিল্লা জেলা ঘাদানিক কমিটির সভাপতি অধ্যাপক দীলিপ মজুমদার, লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, উপজেলা ঘাদানিক কমিটির সাধারন সম্পাদক মানিক মজুমদার, পেরুল উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম মজুমদার, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, ঘাদানিকের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, লোকমান হোসেন, মহিলা সম্পাদিকা রোজলিপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম হায়দার ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, ঘাদানিকের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবদুর রশিদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন ঘাদানিকের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন ঘাদানিকের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন সিংগ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জ্যোতিষ সিংহ খোকন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আনোয়ার উল্লাহ মজুমদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল হক আমিন, ঘাদানিকের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধোদের উপহার হিসেবে শাল (চাদর) দেওয়া হয়।
আরো পড়ুনঃ