প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর( জগতপুর) নামক স্থানে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী আল বারাকা পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আবদুল মমিন (৫৫)। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য, নিহত আব্দুল মমিনের বাড়ী উপজেলার পশ্চিম পেরুল গ্রামে।
লালমাই হাইওয়ে থানার ওসি মো:জিয়াউল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষীপুর জেলার রামগঞ্জ থেকে ছেড়ে আসা আল বারাকা ঢাকা যাওয়ার পথে লালমাই উপজেলার হরিশ্চর (জগতপুর) এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন । আমরা তার লাশ উদ্ধার করেছি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা এসে উপস্থিত হলে লাশ হস্তান্তর করা হবে।