অর্থমন্ত্রীর নেতৃত্বে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরন কমিটি গঠন

অনলাইন ডেস্কঃ

ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণে কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কে সভাপতি করে সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ২১সদস্যের কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস আইন ২০১৮ অনুযায়ী ওয়ানস্টপ সার্ভিস নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, উপদেষ্টা- (বেসরকারি শিল্প ও বিনিয়োগ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর বিসিক চেয়ারম্যান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এফবিসিসিআই প্রেসিডেন্ট,ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বিসিসিআই প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এমসিসিআই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ।

ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরন কমিটি প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট কোনো কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। কেন্দ্রীয় ওয়ানস্টপ সার্ভিস কর্তৃপক্ষের দেয়া ওয়ান স্টপ সার্ভিস এর সেবার হালনাগাদ কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেবে এই কমিটি। এছাড়া সেবা দেওয়া সংস্থাগুলোর সঙ্গে কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষের সম্পাদিত সম্পাদিতব্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এস ও পি) পর্যালোচনা ও সম্পাদিত এস ও পি অধিকতর ব্যবসা-বান্ধব ও যুগোপযোগী করার নির্দেশনাও দেবে কমিটি।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১