-আজকের লালমাই ডেস্কঃ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় বাগমারা বাজারের দক্ষিণে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড ও সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট!
১৭ই নভেম্বর বিকালে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা মনিটরিং এর অংশ হিসেবে লালমাই উপজেলার বাগমারায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারী কমিশনার( ভূমি) শারমিন আরা যৌথ ভাবে এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় ১৩ ব্যাক্তিকে সংক্রামক রোগ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) অাইন,২০১৮ এ মোট ৪৪০০(+,-) টাকা অর্থদন্ড ও ৫০ এর অধিক ব্যাক্তিকে সতর্ক করেন।
এই সময় উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণপরিবহনে স্বাস্হ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারক করেন এবং ড্রাইবার ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে ও সতর্কতার সাথে ঘরের বাহিরে চলাচলের নির্দেশনা প্রদান করেন।
এই সময় প্রসিকিউশনে সহায়তা করে লালমাই থানা পুলিশ ও উপজেলা নির্বাহি কর্মকর্তার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা।