প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের বিছনাখোলা গ্রামের প্রেমনল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ব্লাড ক্যান্সারে আক্রান্ত সানজিদা আক্তারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন উপজেলার পশ্চিম নোয়াগাঁও প্রবাসী কল্যাণ পরিষদ ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন এর ছেলে যুক্তরাজ্য প্রবাসী রাসেল মাহমুদ। আজ ১৬ মার্চ মঙ্গলবার বাগমারা বাজারের মুক্তিযোদ্ধাদের অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিনের হাত থেকে চিকিৎসা সহায়তা অর্থ গ্রহণ করেন সানজিদার মা বকুল বেগম।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, আওয়ামী লীগ নেতা আম্বর আলী, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ,যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টো, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রুবেল হোসেন প্রমুখ।
ক্যান্সার আক্রান্ত সানজিদা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সানজিদার মা দেশবাসীর নিকট তার রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন।