-মোঃনাছির আহাম্মেদঃ প্রকৃত হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজির চাল সরকারী নিয়ম মেনে সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ করতে হবে,প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য বান্ধব কর্মসূচিতে কোন ধরনের অনিয়ম হলে তাৎণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।
সোমবার উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার ও তদারককারী অফিসারদের সাথে মতবিনিময় সভায় লালমাই উপজেলা নির্বাহি অফিসার ইয়াসির আরাফাত এইসব কথা বলেন।
৪ঠা মে লালমাই উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার ও তদারককারী অফিসারদের সাথে মতবিনিময় সভা সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার লালমাই
জনাব কে. এম. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো আবদুল মালেক, লালমাই থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আইয়ুব, উপজেলা কৃষিঅফিসার জনাব মো জোনায়েদ কবির খান, উপজেলা খাদ্য কর্মকর্তা জনাব আহম্মদ হোসেন, বিভিন্ন ইউনিয়নের তদারককারী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের সকল ডিলারগণ উপস্হিত ছিলেন।
সভায় ইউএনও ডিলারদের উদ্যেশ্য করে বলেন, প্রকৃত হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজির চাল সরকারী নিয়ম মেনে সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ করার জন্য খাদ্যডিলারদের প্রতি আহবান করছি।
কোন ধরনের অনিয়ম হলে তাৎণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।