খাবারের অভাবে মানুষ কষ্ট পেলে মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের জবাবদিহি করতে হবে-আবুল কাশেম চেয়ারম্যান।

-মোঃ নাছির আহাম্মেদ(আজকের লালমাই)
এই এলাকার মানুষের এই দূর্যোগে (করোনায়) সাধারণ জনগনের কোন ক্ষতি হলে,কেউ খাবারের অভাবে কষ্টে থাকলে,আমরা কি করেছি এই বিষয়ে জনপ্রতিনিধিদের মন্ত্রী মহোদয়ের কাছে জবাবদিহি করতে হবে।
আজ ১১ই এপ্রিল লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই গ্রামে খাদ্যসামগ্রী বিতরন শেষে বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা গুলি এই ভাবেই বলছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃআবুল কাশেম।

তিনি বলেন,করোনা পরিস্থিতির কারনে দেশে যেই অচল অবস্থা সৃষ্টি হয়েছে তার শুরু থেকে আমরা নানা প্রদক্ষেপ নিয়েছি প্রথম পযার্য়ে আমরা আমাদের উত্তর ইউনিয়নে ব্যাক্তি উদ্যোগে রাইপুর-মান্দারি-ধনপুরে ৩৫২ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি,এছাড়া পুরো ইউনিয়নে মাননীয় অর্থমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা ৪০০০ এর বেশি কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রীর বিতরন করতেছি যা চলমান রয়েছে।
তিনি আরো বলেন আমরা সামাজিক দুরত্ব নিশ্চিতে ইউএনও কে এম ইয়াসির আরাফাত স্যারের নেতৃত্বে আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাড়ায়, মহল্লার চা দোকানে আড্ডা বন্ধ করেছি।

খাদ্য সামগ্রীর বিতরনের অনিয়মের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেনঃ
কিছু অনিয়নের কথা আমরা শুনেছি,আমার ইউনিয়নের অনিয়মের কোন সুযোগ নেই,যে বা যারা এই অনিয়মের সাথে যুক্ত তাদের এই হীন কাজের জন্য যদি একজন মানুষ খাবারের অভাবে কষ্ট পায় তাহলে সকল জনপ্রতিনিধিদের মাননীয় অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল মহোদয়ের কাছে জবাবদিহি করতে হবে,লালমাই উপজেলার সকল জনপ্রতিনিধি, বিত্তবানদের কাছে আমার আহব্বান থাকবে আপনারা এই সময় সাধারণ মানুষের পাশে দাড়ান,তাদের সাহায্য করুন।
-অতি উৎসাহি হয়ে গ্রামের রাস্তা লকডাউন করার বিষয়ে তিনি বলেনঃ
যারা গ্রামের রাস্তা বন্ধ করে লকডাউন করছেন তারা আসলে নিজেদের ক্ষতি নিজেরাই করছেন কারন গ্রামে যদি কেউ অসুস্থ হয় তাহলে সেখানে এম্বুলেন্স ঢুকতে পারবে না,ফায়ারসার্ভিস, পুলিশ সহ জরুরী সেবা বাধাগ্রস্ত হবে এতে গ্রামবাসীরই ক্ষতি,আমি বলব গ্রাম গুলো লকডাউন না করে নিজেরা সচেতন হোন,ঘরে থাকুন নিরাপদ থাকুন।

করোনার কারনে কর্মহীন মধ্যবিত্ত ও নিন্মবিত্ত দের উদ্যেশ্যে তিনি বলেন,আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি,আপনাদের যে কোন সমস্যা আমাদের জানান আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।
আমি লালমাই উপজেলা ও বাগমারা উত্তর ইউনিয়ন বাসীকে বলব আপনারা সচেতন হোন,সরকার যেই নির্দেশনা দিয়েছে তা মেনে চলুন,ঘরে থাকুন নিরাপদ থাকুন,আমরা আপনাদের সেবায় বাহিরে আছি।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১