জলাবদ্ধতা নিরসনে বেলঘরের কৃষকদের অনন্য উদ্যোগ

-মোঃ আব্দুল মতিন(বেলঘর দঃ)
লালমাই উপজেলায় বেলঘর দক্ষিন ইউনিয়নের আজবপুর,কালোরা ও অশ্বদিয়া মৌজার প্রায় ৩০০(তিনশত) একর জমিতে বাড়িঘর নির্মান ও মৎসঘের গড়ে তোলার কারনে সৃষ্ট জলাবদ্ধতার ফলে গত কয়েক বছর ধরে আউশ ও আমন ধান লাগানো সম্ভব হয়ে উঠেনা,যেখানে ১০/১২ বছর আগেও এই ফসলের মাঠে ৩টি ফসল ফলানো হতো।

এইবার কয়েকজন সচেতন কৃষক সম্মিলিত ভাবে উদ্যোগ নিয়ে জলাবদ্ধতা নিরসন কল্পে ড্রেন নির্মানের কাজ শুরু করেছেন ।

শিগ্রই ড্রেনটি পাকা করার ব্যবস্থা নেয়া হবে বলে কাজের দায়ীত্বে থাকা জনাব গিয়াস উদ্দিন জানান ।

ড্রেন পাকা করনে উপজেলা প্রশাসন সহায়তা নিয়ে এগিয়ে আসবেন বলে সংশ্লীষ্ট কৃষকগন সে প্রত্যাশা ব্যক্ত করেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১