-কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে জামায়াতের নেতাকর্মীদের সাথে প্রথম সারিতে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে দেখা গেছে।
যেই ঘটনা নিয়ে ভুল তথ্য উপস্থাপন করে “জামায়াতের সম্মেলনে আওয়ামিলীগ নেতা” শিরোনামে সংবাদ প্রকাশ করে।
এই নিয়ে কালের কন্ঠ অনলাইন সহ কয়েকটি সংবাদ মাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবাদ জানিয়েছেন রফিকুল ইসলাম।
কালের কন্ঠে প্রকাশিত ওই নিউজে দাবী করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি আহম মুস্তফা কামালের ইউনিয়নের আওয়ামী লীগের এই নেতা গত বছরের ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে এলাকায় এসে ফিলিস্থিন সহ কয়েকটি ইসুতে কয়েকটি ব্যানারের কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন।
কালের কন্ঠের মিথ্যা তথ্য উপস্থাপনের প্রতিবাদ জানিয়ে বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমি আওয়ামী লীগের পদে আছি, পদত্যাগ করিনি। মুসলমান হিসেবে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে থাকা লাগে। তাছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত কর্মী জসিম উদ্দিন আমার ভাতিজা ও আমি একই গ্রামের বাসিন্দা।
জামায়াতের কর্মী সম্মেলনও আমার গ্রামেই অনুষ্ঠিত হয়েছে যেহেতু জসিম আমার ভাতিজা সামাজিকতা রক্ষায় আমি প্রোগ্রামের শুরুতে উপস্থিত ছিলাম।
গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার সৈয়দপুরে ট্রাফিকের দায়িত্বপালনকালে বাস চাপায় জামায়াত কর্মী জসিম উদ্দিন মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পরদিনই নিহত কর্মীর কবর জেয়ারত করতে আসেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। ওই সময় তিনি দলের পক্ষ থেকে নিহত কর্মীর পরিবারকে মাসিক ভাতা ও একটি পাকা ঘর করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। শুক্রবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল নতুন পাকা ভবন উদ্বোধন শেষে জামায়াতের ইউনিয়ন সম্মেলনে অংশগ্রহণ করেন।
আরো পড়ুনঃ