-অনলাইন ডেস্কঃ
লালমাই উপজেলা বিভিন্ন ইউনিয়নের মধ্যদিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে ডাকাতিয়া নদী।
গত কয়েক মাস ধরে এই খাল খননের কাজ চলছে। খাল খননের কাজ করছে একটি বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠান।
খালের মাঝে সৃষ্ট বাধ
বেশ কিছুদিন খনন কাজ করার পর বাগমারা (দঃ) ইঃ অশ্বতলা গ্রামে এসে খনন কাজ অনেক দিন বন্ধ ছিল ।
গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় পরেও ঠিকাদার কোম্পানী পূনরায় খালে বাধ সৃষ্টি করে খাল খনন কাজ শুরু করে এতে লালমাই উপজেলা জেলায় বিভিন্ন ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়।
ছবিঃ ক্ষতিগ্রস্ত সবজি ক্ষেত
এই অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর বিষয়টি লালমাই উপজেলা প্রশাসনের নজরে আসার পর এবং ক্ষতিগ্রস্থদের অভিযোগের কারনে এটি সমাধানের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন, পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তিন দিনের জন্য পানির বাধ ছেরে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। ৩দিন পর পূনরায় বাধ বেধেঁ কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান।শত চেষ্টার পরেও ঠিকাদার কোম্পানি জলাবদ্ধতা নিরসনে কোন উদ্যোগ নিচ্ছেন না । এতে চাষীরা ক্ষতি হিসাবে অনেক টাকা লোকসান গুনতে হচ্ছে।
ভুক্তভোগী কৃষকরা জলাবদ্ধতা নিরসনের জন্য পানি নিষ্কাশনের ব্যাবস্থা করার জন্য লালমাই উপজেলা প্রশাসন এবং লালমাই উপজেলা চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করছেন।