নিজস্ব প্রতিবেদক ॥
ইতালি প্রবাসী ইয়াছিন আরাফাত নামে এক তরুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। প্রতারনার স্বীকার প্রবাসী যুবক এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যানে ইয়াছিন নামক যুবকের সাথে রিমি নামে একটি মেয়ের পরিচয় হয়। রিমির পুরো নাম উম্মে সালমা রিমি। সে কুমিল্ললা জেলার সদরের জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা।
ফেসবুকে পরিচয়ের জের ধরেই প্রায়ই তাদের দুজনের মধ্যে কথা হয়। এরপর বেশ কিছুদিন যাওয়ার পর দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রবাসীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ ও কথা বার্তা চলতে থাকে রিমির। বেশ কিছুদিন যাওয়ার পর রিমি ছেলেটিকে বিয়ের প্রস্তাব দেয়, ছেলেটিও রিমির কথায় রাজি হয়ে যায়। গত বছরের অক্টোবর মাসে ফোনের মাধ্যমে কোরআন শপথ করে প্রবাসী ছেলেকে বিয়ে করে রিমি (ছদ্দ নাম)।
তখন থেকে ছেলেটি রিমিকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করে। প্রবাসী ছেলেটি স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে প্রতি মাসে ৭/৮ হাজার টাকা করে রিমির হাত খরচ বাবদ পাঠায়।এ হিসেবে আড়াই বছরে প্রায় দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। বর্তমান প্রেক্ষাপটে বিকাশ লেনদেন সহজ বিধায় তাকে বেশির ভাগ টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে পাঠানো হয়। টাকা পাঠানো বিকাশ নাম্বার ০১৯৭৭১—-৮০১/ ০১৯১—৭৭৩৬৯/ ০১৯৮৪৯—৪৮ এই তিনটি বিকাশ নাম্বারের মাধ্যমে টাকা পাঠায়।
ইতোমধ্যে রিমি প্রবাসী ছেলেটির সাথে তার তার বাবা, মা, বড় বোন, কথিত বড় ভাই বাপ্পি ও মামা আশিকুর রহমানের সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের সাথে প্রায়ই যোগাযোগ করে প্রবাসী ইয়াছিন। বাপ্পি নিজেকে কান্দিরপাড় এলাকার কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়।করোনার কথা তুলে ধরে ব্যবসায়িক অবস্থা খারাপ যাচ্ছে এমন অজুহাতে প্রবাসী ছেলেটির সরলতাকে পুঁজি করে বাপ্পি ও তার কথিত বোনকে দিয়ে প্রবাসীর নিকট ২লক্ষ টাকা ধার চায়। ছেলেটিও সরল বিশ্বাসে স্ত্রীর কথায় ২লক্ষ টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। সর্বশেষ বাপ্পির নামে গত ০৮/০৬/২০২০ তারিখে কুমিল্ল¬া ছাতিপট্টি উত্তরা ব্যাংক শাখায় বিশ হাজার টাকা পাঠায় প্রবাসী ইয়াছিন।
বিশ হাজার টাকা পাঠানোর পর ছেলেটি রিমিকে চলতি জুন মাসের শেষ সপ্তাহে দেশে আসার কথা জানায়। দেশে আসলে আমার টাকা লাগবে। দেশের আসার কথা শুনেই নিজের আসল রুপ প্রকাশ করে রিমি।
কথিত বড় ভাই বাপ্পি এবং মামা আশিকুর রহমানকে দিয়ে হুমকি দিতে থাকে প্রবাসী যুবককে। তারা প্রবাসী ছেলেটিকে বলে দেশে আসবিনা, দেশে আসলে তোকে মেরে ফেলব, আরও বলে যে তোর মত এক প্রবাসীকে ৫/৬মাস আগে এই জগন্নাথপুরে মেরে ফেলছি কিছু হয় নাই, তাই তোকে ও মেরে ফেললে আমাদের কিছু হবে না। এই কথা গুলো বলে তাদের ফোন থেকে প্রবাসীর ব্যবহৃত মোবাইল নাম্বার,ইমু,ফেসবুক ব্ল¬ক করে দেয়।
অভিযোগ পত্রে প্রবাসী যুবক যেসকল নাম্বার দিয়ে রিমির সাথে যোগাযোগ করতেন ঐ মোবাইল নাম্বারগুলো প্রকাশ করেছেন।
এ বিষয়ে প্রবাসী যুবক বলেন, আমার সরলতার সুযোগ নিয়ে রিমি আমার সাথে প্রতারনা করেছে। তারা আমার কষ্টের অর্জিত অর্থ হাতিয়ে নিয়ে আমাকে হুমকি-ধামকি প্রদান করে। এতে করে আমার সন্দেহ হয় যে তারা একটি চক্র হিসেবে কাজ করছে। না জানি আমার মত এরকম আরো কতজনকে বিপাকে পেলে অর্থ হাতিয়ে নিয়েছে। আমি সুশীল সমাজ ও প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি যে, আপনারা এই প্রতারকচক্রকে অতিশীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে প্রতারকদের নিমূল করে আমাদেরকে প্রতারনা হাত থেকে রক্ষা করবেন।