প্রেমনল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

-কামাল হোসেন: লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন এর আওতাধীন প্রেমনল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে টানা চতুর্থ বারের মতো (২০২২,২০২৩,২০২৪,২০২৫ প্রেমনল গ্রামের অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ২০২৫ সম্পুর্ন করেছে।।

আজ শনিবার সকাল (১০ঘটিকায়) প্রেমনল সমাজকল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি জনাব নাসির উদ্দীন নসু সাহেবের নেতৃত্বে এই মহৎ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে_উপস্থিত_ছিলেন প্রেমনল সমাজকল্যাণ সংস্থার সম্মানিত সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি,জনাব নুরুল ইসলাম বেপারি।
সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ সম্পাদক জনাব হাফেজ মাওলানা আবু জাফর সালেহ,
প্রেমনল সমাজকল্যাণ সংস্থার দক্ষিন পাড়ার পরিচালক মুহাম্মদ সোহাগ, বিশিষ্ট সমাজসেবক (বড়বাড়ির) জনাব শাহজাহান,ও মুহাম্মদ জাহাংগীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

অতিথি মেহমান বৃন্দ প্রেমনল সমাজকল্যাণ সংস্থার এই ধারাবাহিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এবং এলাকাবাসীর সবাইকে এই সুন্দর আয়োজনের সাথে দলমত নির্বিশেষে শরীক থাকার উদাত্ত আহ্বান জানান।

সর্বশেষ উপস্থিত মেহমান বৃন্দ ও এলাকাবাসীর কাছে এই কল্যাণ মূলক কাজের আন্তরিক দোয়া ও সহোযোগিতা আশা করেন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জনাব নাসির উদ্দীন নসু।
ওনার বক্তব্য ২০২৫ সালের ২০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণের আশাবাদ ব্যক্ত করেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১