বাগমারায় মোবাইল কোর্ট, ১০ ব্যবসায়ীকে জরিমানা

লালমাই (কুমিল্লা): পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে লালমাই উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (৫ মার্চ ২০২৫) দুপুর ১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি মুদি দোকানে নির্ধারিত মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি এবং পণ্য অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এ ধরনের অনিয়মের দায়ে ১০ জন ব্যবসায়ীকে মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, মূল্যতালিকা স্পষ্টভাবে প্রদর্শন করা, অবৈধভাবে পণ্য মজুদ না করা এবং ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে লালমাই থানার অফিসার ইনচার্জ জনাব শাহ আলম সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১