-মধ্যপ্রাচ্য প্রতিনিধিঃ- ইসলাম শান্তির ধর্ম,যুগে যুগে অনেক কাফের মুশরিক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে সোনার মানুষ হয়েছে,যারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয় তাদের কাউকেই জোর করে ইসলাম কবুল করানো হতো না হয়নি হবেও না।
তেমনি ভাবে ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামের সৌরভ।
মুসলিম হয়ে আবার হিন্দু ধর্ম পালন করছেন বলে অভিযোগ উঠেছে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামের সৌরভের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে যানা যায়, নাওড়া গ্রামের সৌরভ জীবিকার তাগিদে সৌদি আরব যান বেশ কয়েকবছর হয়েছে,সৌদি আরবে থাকাকালীন ইসলামের আলোয় আলোকিত হয়ে তিনি সেচ্ছায় ইসলাম গ্রহন করেন এমন কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু ইসলাম গ্রহনের পরে সম্প্রতি তিনি দেশে ফিরে পুনরায় হিন্দু ধর্ম পালন করছেন বলে জানা গেছে।
তার এক সহকর্মী ফেইজবুক পোস্টের মাধ্যমে অভিযোগ করেছেন।
তার স্টেটাসটি নিছে হুবহু তুলে ধরা হলোঃ
(ছেলেটা হিন্দু ধর্ম ত্যাগ করে, বেশ কিছুদিন আগে সৌদিয়া আরব মুসলিম ধর্ম, কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এখন বাংলাদেশে এসে আবার সে হিন্দু ধর্ম রীতিনীতি পালন করছে, #নাম সৌরভ #গ্রাম নাওড়া #বাগমারা #লালমাই,এখন সেই বলে আমি আবেগে বা মজার চলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম 😢সকলের পরামর্শ অনুযায়ী তাকে কি করা যায় এখন)
ইসলাম গ্রহনের পরে ইসলাম ত্যাগের বিষয়ে জিজ্ঞাসা করলে আমিরাতে অবস্থানকারী বাংলাভাষী আলেম আল্লামা মুফতি ইয়াকুব বলেন,ইসলাম কোন মজা করার বিষয় নয়,কালিমা পড়ে মুসলিম হলে মানুষ মাসুম হয়েযায়, কিন্তু মুসলিম হওয়ার পরে পূনরায় আবার বাতিল আকিদায় ফিরে যাওয়া ক্ষমার অযোগ্য অপরাধ, তার শাস্তি জাহান্নাম, তাকে পূনরায় তাওবা করে ইমান আনা ছাড়া মুসলিমদের অন্তভূক্ত বলা যাবে না,তবে এই নিয়ে ওনার উপর কোন প্রকার চাপদেয়া বা ইসলামি হুকুমাতের বিচার ব্যবস্থা ছাড়া ওনাকে কোন শাস্তি দেয়া যাবে না,আল্লাহ ওনাকে সহিহ বুঝ দান করুন।
এই বিষয়ে সৌরভের সাথে একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি, তার সহকর্মীদের প্রশ্নের জবাবে তিনি যেটা বলেছেন তিনি আবেগতাড়িত হয়ে মজার ছলে ইসলাম গ্রহন করেছিলেন এখন তিনি পূনরায় হিন্দু ধর্ম পালন করছেন।
আরো পড়ুনঃ