-রুহুল আমিন(লালমাই সদর)
লালমাইয়ে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করেছে লালমাই থানা পুলিশ।
২৪শে জানুয়ারি (মঙ্গলবার) রাতে লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকারের নেতৃত্বে
এস আই শাখাওয়াত, এস আই হারুন ও এ এস আই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানের মাধ্যমে পেরুল উত্তর ইউনিয়ন আটিটি বাজারে শাহা আলম নামে একজনের শরীর তল্লাশি করলে ৩০ পিছ ইয়াবা ও বাগমারা উত্তর ইউনিয়ন জয়কামন্তা চৌমুহনীতে দুই ব্যাক্তির শরীর তল্লাশি চালিয়ে মোট ৪০পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করেন।
এসময় মাদক কারবারীদের গ্রেপ্তার করে লালমাই থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃতরা হলেন ভাটরা গ্রামের নোযাব আলীর ছেলে শাহা আলম। উত্তর জয়কান্তার সুজাত আলীর ছেলে সোলেমান, মান্দারী গ্রামের সুজাত আলীর ছেলে ফয়সাল।পরে গ্রেফাতাকৃত আসামিদের কে আদালত প্রেরন করা হয়।