বাগমারায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

দাবী মোদের একটাই, নিরাপদ সড়ক চাই,এই শ্লোগানকে সামনে রেখে,কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর চৌমুহনীতে নিরাপদ সড়কের দাবিতে জয়নগর জনকল্যাণ পরিষদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

গতকাল সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় জয়নগর চৌমুনীতে মোঃ আলী হোসেন (৬৫) নামে একজন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। ইতিপূর্বে একই স্থানে আরো অনেকেই সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন এবং আহত হন। এর পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়কের দাবিতে স্থানীয় এই সংগঠনটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, জয়নগর চৌমুহনী বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও সংগঠনটি উপদেষ্টা মাওলানা নাঈম উদ্দিন সিদ্দিকী, মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ,মোঃ ইকবাল হোসাইন,প্রতিষ্ঠাতা সদস্য লালমাই প্রেস ক্লাব ও সিনিয়র সহ-সভাপতি জয়নগর জনকল্যাণ পরিষদ, মোঃ নেছার উদ্দিন মিশু, সহ-সাধারণ সম্পাদক, জয়নগর জনকল্যাণ পরিষদ, হায়দার আলী মেম্বার, আবু তৈয়ব,মুক্তার হোসেন, ইমাম হোসেন ও সংগঠনটি সর্বস্তরের দায়িত্বশীল,সদস্যসহ সর্বস্তরের সর্ব সাধারন জনগন, প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 

এই সময় বক্তারা বলেন, লালমাই উপজেলার অন্যতম প্রাণকেন্দ্র জয়নগর চৌমুহনীতে প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ সমবেত হন এবং এই রাস্তা পারাপার হন তাই নিরাপদ সড়কের জন্য এখানে একটি জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রীজ করে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। এই দাবি মানা না হলে ভবিষ্যতে সর্বস্তরের সকলকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১