বাগমারায় নয় ভূশ্চিতে চাই,বিএনপি নেতার প্রতিশ্রুতি বাস্তবায়নের অপচেষ্টা-আ’লীগ

-মো নাছির আহাম্মেদ (ডেস্ক)

“বাগমারাস্থ ফতেহপুর নয় ভূশ্চি এলাকায় উপজেলা কার্যালয় চাই” কে বা কারা এমন পোস্টার সাঁতিয়েছে উপজেলার বিভিন্ন স্থানে।
পোস্টারে আরো লেখা রয়েছে “ভূশ্চি সহ পার্শ্ববর্তী এলাকার দীর্ঘদিনের প্রাণের দাবি  লালমাই উপজেলা কার্যালয় ভূশ্চি এলাকায় স্থাপন করো করতে হবে”

এই দিকে এই ঘটনাকে বিএনপির সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর লালমাই উপজেলা নিয়ে ষড়যন্ত্র ও জোট সরকারের আমলে ভূশ্চিতে আয়োজিত এক জনসভায় তার দেয়া ভূশ্চিতে উপজেলা করার প্রতিশ্রুতি বাস্তবায়নের অপচেষ্টা বলছে আ’লীগ।

এছাড়াও ২০১৭ সালে উপজেলা প্রতিষ্ঠিত হলেও এখনো লালমাই উপজেলা নামে দৃশ্যমান কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি বিএনপিকে,বিএনপির একটি অংশ(চৌধুরী) এখনো লালমাইয়ের বাসিন্দা হওয়ার পরেও সদর দক্ষিণ উপজেলা বিএনপির নামে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।
এই নিয়ে বিএনপির অপর একটি অংশের ক্ষোভও রয়েছে।
এই বিষয়ে লালমাই উপজেলা আ’লীগের সিনিয়র নেতা মুঠোফোনে আজকের লালমাইকে বলেন,
লালমাই উপজেলা অর্থমন্ত্রীর দীর্ঘদিনের পরিশ্রমের ফসল,সব সময় সব কিছুতে এই অঞ্চলের মানুষ অবহেলিত ছিল মন্ত্রী মহোদয় উপজেলা করার মাধ্যমে এই অঞ্চলের মানুষকে নিজেদের একটি পরিচয় দিয়েছেন, অর্থমন্ত্রীর ইচ্ছা ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপজেলা কার্যালয় বাগমারা কেন্দ্রিক হচ্ছে। এখন কে বা কারা এই কাজ করেছে আমার জানা নেই,তবে এই উপজেলা প্রতিষ্ঠার পর থেকেই সদর দক্ষিণ কেন্দ্রিক নানা ধরনের ষড়যন্ত্র করেছে বিএনপি, এটা তাদেরই কাজ হতে পারে।
এই  বিষয়ে বিএনপি(চৌধুরী) নেতা ভূলইন উত্তরের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন মুঠোফোনে ‘আজকের লালমাই’কে বলেন,
এই দাবী ভূশ্চি তথা দক্ষিণ অঞ্চলের মানুষের দাবী,এর সাথে বিএনপি বা মনিরুল হক চৌধুরীর কোন সম্পর্ক নাই,এটা এই অঞ্চলের সাধারণ মানুষ একটা ব্যানারে একত্রিত হয়ে তাদের দাবী জানিয়েছে মাত্র।
তিনি আরো বলেন, ভূশ্চিতে উপজেলা করার প্রতিশ্রুতি শুধু মনিরুল হক চৌধুরী দেয়নি  এটা লোটাস কামালেরও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কিন্তু তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
ভূশ্চিতে উপজেলা করার জন্যেই ভূশ্চিতে পুলিশ তদন্ত কেন্দ্র,কলেজ করেছিলেন মনিরুল হক চৌধুরী কিন্তু পরে তা বাগমারা কেন্দ্রিক নিয়ে যাওয়া হয়েছে।
পোস্টার সাঁটানোর বিষয়ে বিএনপির  সংশ্লিষ্টতা তিনি
অস্বীকার করেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১