-অনলাইন ডেস্কঃ-
গত ০২ ও ০৬ জুন, ২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত সাতাশটি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে পাঁচ বছর বয়সী মুয়ীদ নামের একজন শিশু কোভিড১৯ পজিটিভ, শিশুটির বাবা নিজেও কোভিড১৯ পজিটিভ থাকায় আগে থেকেই পরিবারটি বাগমারা বাজারের বাসস্থানে লকডাউন এ আছে।
বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসির আরাফাত।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়,
উপরোক্ত তারিখে আরো ছয়জন কোভিড১৯ পজিটিভ সনাক্ত রোগী কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা হওয়ায় তাদের কুমিল্লা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে রাখার জন্য কুমিল্লা সিভিল সার্জন অফিসের কোভিড১৯ বিষয়ক প্রধান সমন্বয়ক ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরীকে জানানো হয়েছে। তারা কন্টাক্ট ট্রেসিং এর অংশ হিসেবে কোভিড১৯ এ আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন।
বাকি ষোলজনের মধ্যে একজনের ফলাফল অমীমাংসিত এবং পনেরোজন নেগেটিভ এসেছেন।
লালমাই উপজেলায় সংগৃহীত মোট ২৯৬ টি নমুনার মধ্যে ২৫৮ টির ফলাফল পাওয়া গেছে।এ নিয়ে লালমাই উপজেলায় করোনাআক্রান্ত ১৩ জন সনাক্ত হয়েছেন, মৃত্যু সংখ্যা দুজন, সুস্থ হয়েছেন দুই।
আরো পড়ুনঃ