-আজকের লালমাই ডেস্কঃ- কুমিল্লা জেলার লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারের অংশের সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন থেকে এই গুরুত্বপূর্ণ সড়কের বাগমারা বাজার অংশে ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা।
আজ ৫ই জুলাই রবিবার বাগমারা বাজারের পুরাতন দুধ বাজার অংশে একই দিনে চারটি বেটারি চালিত অটো রিক্সা উল্টে বেশ কয়েকজন আহত হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়,
বাগমারা বাজারের এই সড়কের বেশ কয়েকটি স্থানে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় পানি জমে রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয় এবং সময় মত মেরামত না করায় একসব ছোট খাটো খানাখন্দ হয়ে উঠছে মৃত্যু ফাঁদ।
বাগমারা বাজারের উত্তর অংশে দারুত তাহযিব বালক মাদ্রাসার সামনে থেকে সৈয়দপুর রাস্তার মাথা,বাগমারা স্কুলের সামনের ব্রিজ থেকে পল্লি বিদ্যুৎ অফিসের সামনের রাস্তার অবস্থা সবচেয়ে বেশি খারাপ।
এরই মধ্যে বাগমারা পল্লি বিদ্যুৎ অফিসের সামনে প্রায় হাটু সমান পানি জমে থাকে প্রায় সময়(বৃষ্টি হলে) এছাড়া পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় বাজারের পুরো রাস্তায় দুই থেকে তিন ইঞ্চি কাদা পানি থাকে যার ফলে জনগনের সাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে।
স্থানিয় ব্যাবসায়ীদের অভিযোগ রাস্তার দুই পাশের দোকান মালিকরা রাস্তার পানি নিষ্কাশনের বিকল্প ব্যাবস্থা না করেই পানির ড্রেন বন্ধ করে অপরিকল্পিত ভাবে দোকান করায় এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এছাড়া সরু ড্রেনে ময়লা ফেলার কারনে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার পানি সাভাবিক প্রবাহ বিঘ্নিত হচ্ছে যার ফলশ্রুতিতে রাস্তার এই বেহাল অবস্থা।
সাধারণত জনসাধারণ এই সমস্যার দ্রুত সমাধানের যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
আরো পড়ুনঃ