-বাগমারা দঃ প্রতিনিধিঃ- ইসলামের আলোয় আলোকিত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে অনেকেই আশ্রয় নিচ্ছেন,তারই ধারাবাহিকতায়
৩রা সেপ্টেম্বর শুক্রবার লালমাই উপজেলার উত্তর দৌলতপুর এর শংকর বাবু থেকে মোহাম্মদ উল্লাহ / আব্দুল আলী(এপিডেবিটে সঠিক নাম জানা যাবে) নামানুসারে হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছেন।
শুক্রবার স্থানিয় সময়ে জুম্মার নামাজের পূর্ব মুহুর্তে তিনি ইসলাম গ্রহন করেন।
তিনি আজকের লালমাইয়ের প্রতিবেদককে জানান,এটা প্রচার করার কিছু নেই আমি ইসলামকে ভালোবেসে হিন্দু ধর্ম ছেড়ে আল্লাহর রাস্তায় এসেছি,আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাকী জীবন ইসলামের পথে থাকতে পারি।
শিগ্রই তিনি আদালতের মাধ্যমে আইনগত ভাবে এপিডেবিট সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।