বাগমারা দক্ষিনের দৌলতপুরে পরিকল্পিত চুরি,থানায় অভিযোগ।

 

স্টাপ রিপোটারঃ
লালমাইয়ের বাগমারা দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর প্রাইমারী স্কুলের সামনে কাউসার স্টোরে নগদ অর্থ, মালামাল সহ ২৪ তারিখ দিবাগত রাত চুরি ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক মোখলেছুর রহমান।
চুরির ঘটনাকে কেন্দ্র করে কাউসার স্টোরের মালিক মোখলেচুর রহমান সন্দেহভাজন ৩ ব্যাক্তির নাম উল্যেখ করে ২৫শে অক্টোবর লালমাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগে আরো বলা হয় কাউসার স্টোরের মালিক মোঃ মোখলেসুর রহমান ২৪ তারিখ রাত ১০ টা দোকান বন্ধ করার সময় তাদের তিনজনকে দোকানের আশে পাশে ঘুরতে দেখা যায়।

মালিক মোখলেছুর রহমান জানান, ২৫ তারিখ ভোরে ফজরের নামাজ পড়ে দোকানের সামনে গিয়ে সার্টারে আটকানো তালাটি ভাঙ্গা এবং সার্টার উঠানো অবস্থায় দেখেন,দোকানে থাকা এল এডি টিভি, সিগারেট, তৈল, ক্যাশ বক্স ভেঙ্গে নগদ অর্থ সহ মালামাল চুরি করে নিয়েছে চোরেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন আগেও এই ধরনের অনেক ঘটনার সাথে জড়িত থাকায় বিচারের আওয়াতায় এসেছিলেন।

অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই বেলাল হোসেন বলেন, অভিযোগটি পেয়ে আমি দৌলতপুর গিয়েছি লুটপাটের ঘটনা সত্য তবে, সার্বিক বিষয় আমরা নজরদারিতে রেখেছি।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১