বাগমারা বাজারে ইস্টার্ন ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

-গাজী মামুন(বিশেষ প্রতিনিধি)
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

২৩ আগস্ট, সোমবার বেলা ১২ টায় উপজেলার বাগমারা বাজারস্থ ভূঁইয়া শপিং সেন্টারের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে ব্যাংক শাখাটির উদ্বোধন ঘোষণা করেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড কুমিল্লা শাখার ভাইস প্রেসিডেন্ট (ভিপি) কবির চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত সভাপতি আক্তার হোসেন পারভেজ, উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি আরিফুল ইসলাম রাব্বি, ইস্টার্ন ব্যাংক শাখার এসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার সৈয়দ মোঃ তানভীর, ইস্টার্ন ব্যাংক কর্মকর্তা নূরে আলম সিদ্দিক অনিক প্রমুখ।

এ সময় ব্যাংক শাখার পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের মানসম্মত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাগমারা বাজারস্থ ভূঁইয়া শপিং সেন্টারের ২য় তলায় অবস্থিত নতুন এ শাখাকে সর্বাধুনিক সুবিধা দিয়ে সাঁজানো হয়েছে। এ শাখায় গ্রাহকদের জন্য বিভিন্ন ব্যাংকিং সুবিধা রয়েছে।

পরে ফিতা ও কেক কেটে উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১