বাগমারা প্রতিনিধিঃ
১২ই মার্চ (রবিবার) সকালে লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজার পরিচালনা কমিটির গঠনের লক্ষ্যে, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির প্রধান উপদেষ্টা আবদুল মালেক নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে বাজারের প্রত্যেক ব্লকের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যক্ষ ভোটে বাগমারা বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে মাষ্টার মোঃ জয়নাল আবেদীন কে সভাপতি, সাধারণ সম্পাদক হাসান ইমাম রবিন ও কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান (নাওড়া) কে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম (সৈয়দপুর),সহ-সভাপতি মোঃ শামসুল হক মুন্সি , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান (পূর্ব অশ্বত্থতলা) , প্রচার সম্পাদক মাহমুদুল হাসান লিয়ন, সহ- প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মোহন।
পরে কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসান ইমাম রবিন কে সংবর্ধনা দেয় চেঙ্গাহাটা গ্রামের হারুন উর রশিদ, সাখওয়াত হোসেন, ডাঃ শাহজালাল, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, লালমাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নোমান হোসেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে ২০ ভোটের মধ্যে সর্বোচ্চ ১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি। তিনি বাগমারা বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুর আব্দুল লতিফ মাস্টারের সুযোগ্য সন্তান।
আরো পড়ুনঃ