-মোঃজিয়াউর রহমান (ডেস্ক)
করোনাভাইরাস সংক্রামণের ফলে গত বছর ১৭মার্চ থেকে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলছে সারাদেশের সরকারি-বেসরকারি সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারের তরফ থেকে ঘোষণা দেয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানসহ স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সার্বিক প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
কুমিল্লার লালমাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। পাঠদানের পরিবেশ ফেরাতে প্রস্তুত এখন উপজেলার সকল স্কুল-কলেজ- মাদ্রাসা।স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে, এ জন্য তাদের মধ্যে বইছে খুশির আমেজ।অবশ্য সব শিক্ষাপ্রতিষ্ঠানেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে স্কুল কর্তৃপক্ষ।
বাগমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাস্টার আব্দুল করিম জানান, স্কুল খোলার প্রস্তুতির অংশ হিসাবে ছাত্রদের হাত ধোয়ার জন্য পানির ট্যাপ , তাপমাত্রা মাপার যন্ত্র,সচেতনতামূলক ব্যানার, ফেস্টুনের ব্যবস্থা, প্রতিটি শ্রেণি কক্ষ, মাঠ ও স্কুলের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ এবং ছাত্রদের স্কুলে বরণ করে নেওয়ার জন্য চকলেটের(মিষ্টিমুখ) ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি ঘোষণার পর লালমাই উপজেলা বেশীরভাগ প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ, মাদ্রাসা প্রস্তুতি সম্পন্ন করেছে। শিক্ষার পরিবেশ ফেরাতে এসব প্রতিষ্ঠানে চালানো হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো পিছিয়ে নেই প্রতিযোগিতায়। এমন প্রস্তুতিতে বসে নেই কেউ।
স্কুল খোলার প্রস্তুতির অংশ হিসাবে শেষ মুহূর্তে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় ও ছোট শরীফপুর কলেজে খোঁজ নিয়ে জানা যায় তাদের প্রতিষ্ঠানে আশেপাশে পরিস্কার পরিচ্ছন্নতা করে প্রতিটি শ্রেণি কক্ষে সাজানো হয়েছে।
এছাড়াও যুক্তিখোলা ফাজিল মাদ্রাসা, ফয়েগঞ্জ আলিম মাদ্রাসা এবং হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় তারাও নিজ নিজ প্রতিষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ দেড় বছরের বেশী সময়ের জমে থাকা ময়লা আবর্জনা সরিয়ে পাঠদানের শ্রেণিকক্ষে পাঠদানের চূড়ান্ত প্রস্ততি শেষ হয়েছে। আগামীকাল রোববার শিক্ষার্থীরা পরিচ্ছন্ন পরিবেশ লেখাপড়ায় মনোনিবেশ করতে পারবে।
এদিকে দীর্ঘ দিন পর স্কুল খুলতেছে জেনে শিক্ষার্থীদের মনের মধ্যেও আনন্দ বিরাজ করছে।
সরকারী নির্দেশনা মোতাবেক স্কুল খোলার প্রস্তুতির অংশ হিসাবে শেষ মুহূর্তে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্ব্যাস্থবিধি মেনে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে আজ থেকে ক্লাস শুরু হবে।
আরো পড়ুনঃ