বান্দরবানে ট্রাক পুকুরে পড়ে বাগমারার যুবক নিহত !

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে ইকবাল মিয়া (৪২) নামে এক যুবক নিহত হয়েছে। মৃত ব‍্যক্তি কুমিল্লা জেলা লালমাই থানার বাগমারা ইউনিয়নের জয়নগর মিয়াজি বাড়ি বাসিন্দার মোহাম্মদ দুলাল মিয়া ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৩ এপ্রিল ২৫) বিকালে দিকে কাইন্তারমুখ পাড়া এলাকার কৃিষি জমিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। কাইন্তারমুখ এলাকার কৃষি জমিতে হাল দিতে গিয়ে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু পাহাড় থেকে উল্টে পুকুরে পড়ে যায় এবং পুকুরে পড়লে ট্রাক্টরের নিচে চাপা পড়ে পানির ভিতরে শ্বাসরোধ হয়ে তিনি মারা যান। পরে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর চালককে উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে পাঠায়।
রোয়াংছড়ি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ওয়াহিদ চৌধুরী জানান, চালক মোহাম্মদ ইকবাল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে ঘটনাস্থলে মারা যায়।

এই বিষয়ে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে, লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘনায় নিহত ট্রাক্টর চালক ইকবাল লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর মিয়াজি বাড়ি বাসিন্দার মোহাম্মদ দুলাল মিয়া ছেলে।

সূত্র: পার্বত্য নিউজ

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১