বেতাগাঁও’য়ে প্রবাসীর পরিবারের উপর হামলায় আহত ৩

-গাজী মামুন(বিশেষ প্রতিনিধি)

কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বেতাগাঁও গ্রামের সর্দার বাড়িতে আম পাড়াকে কেন্দ্র করে সৌদি প্রবাসী মামুনের পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (৮ মে) সকাল আনুমানিক ১০ টায় পাশের বাড়ির দুলাল মিয়া (৪৫) তার দুই ছেলে হারুন মিয়া (৩০) ও মমিন মিয়া (২৪) কে সাথে নিয়ে প্রবাসী মামুনের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে প্রবাসী মামুনের বৃদ্ধা মাতা শাহেদা বেগমসহ তার বোন ও স্ত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রবাসী মামুনের স্ত্রী রহিমা বেগম জানান, গতকাল শুক্রবার দুলাল মিয়া আমাদেরকে না জানিয়ে আমাদের আম গাছ থেকে আম পেড়ে ঘরে নিয়ে যায়। এ বিষয়ে পরদিন সকালে জিজ্ঞেস করতে গেলে তর্কবিতর্কের এক পর্যায়ে আগ থেকেই ওতপেতে থাকা দুলাল মিয়া ও তার দুই ছেলে দা ও লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমার স্বামী প্রবাসে থাকে। আমাদের বাড়িতে পুরুষ বলতে কেউ নাই। এখন আমার শাশুড়ি ও ননদ হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা বলেন, ঘটনার পরপরই বিষয়টি আমাকে মুঠোফোনে জানানো হয়েছে। হামলাকারীরা একটু উশৃংখল প্রকৃতির লোক। এর আগেও এলাকার মানুষদের সাথে নিয়ে তাদের বহু সালিশ-দরবার করা হয়েছে। তারা কারো কথা শুনে না। তাই ভুক্তভোগীদের থানায় মামলা করার পরামর্শ দেই। আমরাও চাই এটার উপর্যুক্ত বিচার হোক।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা যায়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১