-অনলাইন ডেস্কঃ
আব্দুল্লাহ আল ইমন ব্যাতিক্রম ভাবে জন্মদিন উদযাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে এসেছে,জন্মদিনকে সামনে রেখে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে রক্ত গ্রহিতা সংগ্রহ করে দেয়ার জন্য একটি পোস্ট দিয়েছিলেন,ভাগ্যক্রমে জন্মদিনের দিনেই পেয়েযান রক্তগ্রহিতা এমটি উল্যেখ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন যার কমেন্টে বিক্সে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্টেটাস নিছে হুবহু তুলে ধরা হলোঃ-
তিনি নিখেছেন,
আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল আজকের দিনটি স্মরণীয় রাখার জন্য শরীরের একব্যাগ রক্ত দান করলাম ২০ তম জন্মদিনে উপলক্ষে ৬ তম রক্ত দান, তারমানে এইটাই কেউ রক্ত দিতে 18 বছর লাগে যখনই আপনার 18 বছর হবে তখন এক ব্যাগ রক্ত দিয়ে ওই তিনটি উৎসর্গ করবেন, এতে এ দিনটি আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এবং একটি মানুষ বাঁচার জন্য নতুন করে স্বপ্ন দেখতে পারবে,জীবনের জন্মদিন উপলক্ষে এই দিনটাকে একেক মানুষের একেক রকম এ দেখেন, আমি ইচ্ছে করলেও এ দিনটি আটকে রাখতে পারব না ।উদযাপন করলেও সেইটার কোন বেনিফিট খুঁজে পাই নাই, তাই এসবের মধ্যে আমি কোনরকমে আগ্রহী না বেকার কর্ম কাজের মধ্যে আমি খুবই কম জাই, জন্মদিন পালন এসব আমার কাছে স্টেপ অনপ্রোডাকটিভ মনে হয়, আজকের এই বিশেষ দিনে আমাকে অনেকেই কল করে, হোয়াৎসঅ্যাপ এ ,মেসেঞ্জারে ,ইমুতে ফেসবুক, করে শুভেচ্ছা জানিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা ও সকলের জন্য ভালোবাসা রইলো,আমার জন্য দোয়া করবেন যেন নিজেকে ভালো কাজে নিযুক্ত রাখতে পারি এবং দেশ ও দশের সেবা করতে পারি,রক্ত যাওয়ার অনুপ্রেরণা আমার আইডল তানবির হোসাইন যার সহযোগিতায় আমি আজকে এতদূর।