গাজী মামুনঃ
কুমিল্লার লালমাই উপজেলার ৩নং ভূলইন উত্তর ইউনিয়নের ৯১৯ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দিনব্যাপী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে হতদরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করেন ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান এমরান কবির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. দোলন দাস, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আমির হোসেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন মিয়া, হাজতখোলা মালিক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোশারফ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহাগ মজুমদার, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা শাহপরান প্রমুখ।
আরো পড়ুনঃ