-অনলাইন ডেস্কঃ লালমাই উপজেলার থেকে পরিচালিত সেচ্ছাসেবী সামাজিক সংগঠন রাহবার সংস্থার উদ্যোগে উপজেলার বিভিন্ন সাথেনে অজুখানা ও টিউবওয়েল প্রদান করে আসছে।
তারই অংশ হিসেবে ৭০নাম্বার টিওবয়েল টি ছাত্রনেতা তথ্যের সোহেল রানার তথ্যের মাধ্যমে বসানো হয়েছিল ছোটচলুন্ডা প্রাইমারি স্কুলের পাশের মসজিদে।
হাজতখোলা টু দরবেশ মার্কেট বাজার রোডের পাশেই।
গত কয়েকদিন আগে কে বা কাহারা মসজিদের এই টিওবয়েলের মাথাটা চুরি করে নিয়ে গেছে। এই নিয়ে স্থানীয় মুসল্লীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
রাহাবার সংস্থার স্থানিয় পরিচালক মাইন উদ্দিন বলেন,
আমারা মানুষের উপকারের জন্য এই টিউবওয়েল দিয়েছিলাম, যারা এই ১৫০০থেকে ২৫০০টাকার অভাবে মসজিদের টিউবওয়েলটি চুরি করছে তাদের কে যেনো আল্লাহ হেদায়েত দান করেন।