-জসীম উদ্দীন ভূঁইয়া
লালমাই প্রতিদিন এবং লালমাই টিভি ফেইজবুক গ্রুপের, প্রধান এডমিন জসীম উদ্দিন ভূঁইয়া এর দিকনির্দেশনায়,লালমাই টিভির গ্রুপের এডমিন মডারেটরদের অর্থায়নে লালমাই উপজেলা’য় হরিশ্চর রেল ক্রসিংয়ে ট্রেন ও হোন্ডার দূর্ঘটনায় আহত মো: কবির হোসেন কে তার চিকিৎসা জন্য কিছু নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় এ সময় উপস্থিত ছিলেন লালমাই প্রতিদিনের প্রধান উপদেষ্টা মোঃ মীর হোসেন এবং আলহাজ্ব রফিকুল ইসলাম (বেলু) সদস্য লালমাই উপজেলা আওয়ামী লীগ।
যারা কবির হোসেন কে তার চিকিৎসা ক্ষেত্রে আর্থিক নগদ অর্থ দিয়ে,সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন
তারা হলেন,জসীম উদ্দিন ভূইয়া,কূয়েত প্রবাসী ,এডমিন দীন মোহাম্মদ সৌদি আরব প্রবাসী এডমিন ইউসুফ ফারূক ,কুয়েত প্রবাসী,এডমিন সানাউল্লাহ খান সৌদি আরব প্রবাসী এডমিন আমজাদ হোসেন দূবাই প্রবাসী এডমিন শরীফউল ইসলাম মালদ্বীপ প্রবাসী,এডমিন শফিকুল ইসলাম (শুভ) অর্থ বিষয়ক সম্পাদক -পেরুল সবুজ ক্লাব -সাকিবুল ইসলাম সাকিব ,সদস্য পেরুল সবুজ ক্লাব।