লালমাইতে সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

প্রদীপ মজুমদার :


“গাছ লাগান, পরিবেশ বাঁচান” জাতীয় এই স্লোগানের পাশাপাশি “অক্সিজেনের রাজ্য গড়ি, বিদ্যালয় সবুজে ভরি” এই প্রতিপাদ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যসম্মত করার লক্ষ্যে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের তৃণমূলে শিক্ষার আলো ছড়ানো আঁধার ঘরের বাঁতি খ্যাত সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কারিগরি শাখা ক্যাম্পাসে ফলজ, বনজ,ঔষধি বৃক্ষরোপন করা হয়। আজ ১২ জুন শনিবার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ মজুমদার এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, পরিচালনা পর্ষদের সদস্য মো: ইউসুফ আলী মজুমদার, আবু তৈয়ব, শামীম আল নোয়াব, মাষ্টার অহিদ উল্লাহ মজুমদার, সমাজসেবক মানিক মজুমদার, শিক্ষক প্রতিনিধি মোখলেছুর রহমান লিটন, সামসুন্নাহার, শিক্ষক মাওলানা বিল্লাল হোসেন, এ কে এম ফজলুল করিম, মো: নেছার উদ্দিন, নজরুল ইসলাম, রফিকুল হোসেন প্রমুখ।


১৯৯৪ সালে স্হাপিত বিদ্যালয়টি বর্তমানে জেনারেল শিক্ষার পাশাপাশি সরকারি স্বীকৃত উপজেলার একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ২০১০ সাল হতে বর্তমানে চারটি ট্রেডে পরিচালিত হচ্ছে কারিগরি শিক্ষা বিষয়গুলো হলো কম্পিউটার, ড্রেস মেকিং, জেনারেল ইলেকট্রিক ও ফ্রিজ এন্ড এয়ারকন্ডিশন।
করোনার মধ্যেও এখানকার শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। এতোকিছুর পরেও রয়েছে সীমাবদ্ধতা বিদ্যালয়ে রয়েছে শিক্ষক সংকট, আজও হয়নি মাধ্যমিক পর্যন্ত সরকারি এমপিও।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বন কর্মকর্তা হারুনর রশীদ মজুমদার বলেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের একান্ত প্রচেষ্টায় আমরা একটি ৪তলা ভবন পেয়েছি, আশা করি ওনার মাধ্যমে আগামী দিনে আমাদের এমপিও সমস্যার সমাধান হবে। তিনি এই বর্ষা মৌসুমে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সকলকে গাছ লাগানোর জন্য পরামর্শ দেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১