-আজকের লালমাই ডেস্ক: স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রাম থেকে হাসান মজুমদার নামে এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯৯৯ এর কল পেয়ে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় তাকে ভিকটিমের বাড়ির সামনে থেকে গ্রেফতার করেন।
লালমাই থানার ওসি মো: শাহ আলম গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।
হাসান দোশারীচোঁ গ্রামের ফকির বাড়ির ফাতেমার নাতি ও দুলনীর ছেলে। সে পেরুল দক্ষিন ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে গত ৫ আগষ্টের পর থেকে পোস্টার পেস্টুন করে প্রচারনা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১ লক্ষ টাকায় রফাদফার কথা বলে থানা থেকে অভিযোগ প্রত্যাহার করতে ও তাকে ছাড়িয়ে নিতে ভিকটিমের পরিবারকে চাপ দিচ্ছে পেরুল দক্ষিণ ইউনিয়ন ঐক্য সংহতির এক নেতা ও উপজেলা বিএনপির একজন সভাপতি প্রার্থী। তারা ভিকটিমকে থানা থেকে চলে যেতেও হুমকি ধমকি দিচ্ছে।
ভিকটিমের আত্মীয় জামাল হোসেন বলেন, গ্রামের কয়েকজন মাতব্বর সালিশের নামে আর্থিক সুবিধা নিতে চাইছে। তাই আমি ৯৯৯ নাম্বারে কল করে পুলিশ এনে গ্রেফতার করিয়েছি।
গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পরে অভিযুক্ত ওই যুবক ও ভিক্টিমের মধ্যে আপোষের মাধ্যমে সমাধান হওয়ায় পুলিশ গ্রেপ্তারকৃত যুবককে ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত হয়েছে আজকের লালমাই।
আরো পড়ুনঃ