লালমাইয়ে বিদেশি মদ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

কুমিল্লার লালমাইয়ে বিদেশি মদ ও ইয়াবা টেবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার মধ্যেরাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজের নির্দেশে এসআই জামিল মিঞার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন পুলিশ। অভিযানকালে ৮ বোতল বিদেশি মদ ও আটানব্বই পিচ ইয়াবা টেবলেটসহ কবির হোসেন নামক একজনকে গ্রেফতার করা হয়।

জানাযায়, গ্রেফতারকৃত আসামী কবির হোসেন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন উত্তর ধনপুর গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে। দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত। পূর্বেও তার নামে একাধিক মাদক ও চুরি মামলা রয়েছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, এই বিষয়ে লালমাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এবং আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১