শুক্রবার (২৮ জুন) ফজরের নামাজ পড়ে কুমিল্লার লালমাই উপজেলার মাতাইনকোট বাইতুল জামে মসজিদে তালা দিলেন অত্র মসজিদ কমিটির সভাপতি পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম মজুমদার।
পৈতিক জায়গায় নির্মীত মসজিদে দীর্ঘদিন যাবৎ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন আবুল হাশেম মজুদার। ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ওনার বড় ভাই আবুল কাশেম মজুমদারের ছেলে রুবেল হোসেন মজুমদার। কিন্তু আজকে জুমার দিন ফজরের নামাজ পড়ে মুসল্লীরা বাহির হলে নিজ হাতে মসজিদে তালা ঝুলিয়ে দেন তিনি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সাধারন সম্পাদক রুবেল হোসেন মজুমদার বলেন, আমার দাদা মরহূম আবদুল হাকিম মজুমদার মারা যাওয়ার সময় মসজিদ দেখবাল করার দায়িত্ব আমার কাছে দিয়ে যায়। সাবেক চেয়ারম্যান আবুল হাশেম মজুমদার আমার চাচা হয়। তিনি নেশাগ্রস্ত সব সময় হাতে দা নিয়ে মুসল্লীদের দৌড়ানি দেয়। অতীতে আরো কয়েকবার মসজিদে তালা দিয়েছে। আমি এই ঘটনার বিচার দাবি করি।
এই বিষয়ে আবুল হাশেম চেয়ারম্যান বলেন, আমি মসজিদ কমিটির সভাপতি বাবা মারা যাওয়ার পরে আমার ভাতিজা মসজিদের জায়গা দখল করে আছে। যে কোন সিদ্ধান্ত নিজে নিয়ে নেয় আমাকে জানায় না। তাই সকল বিষয় সমাধানের লক্ষে মসজিদে তালা দিয়েছি। আজকে আসরের নামাজের সময় খুলে দেবো।
সূত্র:- জাগো লালমাই
আরো পড়ুনঃ