লালমাইয়ে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা

– গত ১০ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রি খিসা।

অভিযানে মাদক (এমফিটামিন ইয়াবা ট্যাবলেট) সেবন ও সংরক্ষণের অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী, শামীম (৪৩) এবং মামুন (১৮)-কে ৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বেলায়েতুন্নেছা (৫০) ও পারভীন (৫৫)-কে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে ১,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এই অভিযানে সহায়তার জন্য লালমাই আর্মি ক্যাম্পের টিম এবং লালমাই থানা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।

জনস্বার্থে লালমাই উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১