লালমাইয়ে মানসিক প্রতিবন্ধীর উপর হামলা

 

লালমাইয়ে তুচ্ছ ঘটনায় বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন শুক্কুর আলী (৩৯) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী। হামলার শিকার ওই প্রতিবন্ধী উপজেলার ৮ নং বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোড়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

সরেজমিন ও অভিযোগে দেয়া তথ্য সূত্রে জানা যায়, গত ০১/০৬/২০২৩ তারিখ, দুপুরে বাড়িতে কোন লোকজন না থাকায় একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আব্দুল মান্নানের ছেলে সাফায়েতুল্লাহ (৪০) ও শিরিয়া আক্তার (৩২) হাতে বাঁশের লাঠি, ধারালো দা হাতে নিয়ে শুক্কুর আলীর বসত বাড়িতে প্রবেশ করে অকারনে গালিগালাজ করতে থাকে। এসময় কেন গালাগালি করছে জানতে চাইলে অতর্কিত ভাবে মারধর শুরু করে। এক পর্যায়ে শিরিয়া আক্তারের হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্রদিয়ে শুকুর আলীর মাথা বরাবরে কোপ মারলে মাথায় মারাত্বকভাবে যখম হয়। একইসময় সাফায়েতুল্লাহ এর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করলে দুই হাতে জখম হয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে ভুক্তভোগীর বড় ভাই মোঃ মোখলেছুর রহমান ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হামলা করে যাওয়ার সময়ও হামলাকারীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
আহতের মাথার জখম হয় এবং তিনটি সেলাই দিয়ে বাড়িতে নিয়ে আসে তার স্বজনরা। এই ঘটনায় সোমবার (৮ ) সন্ধ্যায় হামলার শিকার প্রতিবন্ধী শুক্কুর আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
লালমাই থানার ওসি মোহাম্মদ হানিফ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে, এসআই জাহাঙ্গীর কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১