লালমাইয়ে ৩৪ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক

-প্রদীপ মজুমদার (লালমাই)

কুমিল্লার লালমাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মে মঙ্গলবার রাতে ভূলইন দক্ষিণ ইউনিয়নের কাচিয়া পুুকুরিয়া থেকে ৯ বোতল ও বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিধোচী থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ এক নারী এবং পুরুষ দুইজনকে আটক করেছে পুলিশ।
লালমাই থানার উপপরিদর্শক (এসআই) হারুনর রশিদ ও এস আই সাখাওয়াত গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশপ্রহরী রবিউলের কাচিয়া পুকুরিয়ার বাড়ী থেকে ৯ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে। রবিউল ওই গ্রামের মৃত আনা মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে চাকুরির আড়ালে মাদকের ব্যবসা করে যাচ্ছিল। অপরদিকে হেলেনা আক্তার নামে অপর মাদক ব্যবসায়ীকে ২৫ বোতল ফেনসিডিল সহ সিধোচী থেকে আটক করা হয়। হেলেনা ওই গ্রামের শামীমের স্ত্রী। তাঁরা স্বামী স্ত্রী দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করছেন বলে জানা যায়।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হানিফ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩১ মে বুধবার তাদের কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১