লালমাইয়ে ৯৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক

-গাজী মামুন(আজকের লালমাই)

কুমিল্লার লালমাইয়ে ৯৫০ পিস ইয়াবাসহ পেশাদার এক নারী মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের শ্রীপুর মজুমদার বাড়ি থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। আটককৃত নারীর নাম জেসমিন আক্তার (৩০)। সে স্থানীয় মাহবুব হোসেনের স্ত্রী।

জানা যায়, ওই নারী একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত ইয়াবা বিক্রির জন্যই সে নিজ হেফাজতে রেখেছিল। এ কাজে তাকে সহযোগিতা করেন তার স্বামী মাহবুব হোসেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার লালমাই উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নারী মাদক কারবারি জেসমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি নীল রঙের পলিব্যাগে মোড়ানো অবস্থায় ৯’শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন ৯৫ গ্রাম। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১